ভারতের সাবেক সফল ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মিত হচ্ছে বলিউডে। তাঁর ক্রিকেটযাত্রা নিয়ে বায়োপিক প্রযোজনা করছে পরিচালক লাভ রঞ্জনের প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস।
সৌরভের বায়োপিক নিয়ে গুঞ্জন যতদিন, ততদিন ধরেই জোর গুঞ্জন, রুপালি পর্দায় সৌরভ গাঙ্গুলির ভূমিকায় অভিনয়ের দৌড়ে এগিয়ে ছিলেন বলিউড তারকা রণবীর কাপুর। এরপর শোনা গেছে আয়ুষ্মান খুরানার নামও।
এবার খবর, বায়োপিকে ‘দাদা’র ভূমিকায় দেখা যেতে পারে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে। সৌরভ নিজেই জানিয়েছেন এই খবর। তবে শুটিংয়ের সময়সূচি নিয়ে কিছু জটিলতা থাকায় ছবিটি পর্দায় আসতে অন্তত এক বছরের বেশি সময় লাগবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি বর্ধমানের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেছেন, ‘শুনেছি, রাজকুমার রাও আমার চরিত্রে অভিনয় করবেন। তবে শুটিংয়ের সময় ঠিক করা নিয়ে কিছু সমস্যা আছে, তাই সিনেমা মুক্তি পেতে এক বছরের বেশি সময় লাগবে।’
বলিউডে নিজের দক্ষ অভিনয়ের জন্য পরিচিত রাজকুমার এবার মাঠে নামতে চলেছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্রে। তবে সিনেমার কাজ এখনও প্রাথমিক স্তরে রয়েছে। কবে মুক্তি পাবে, বা বাকি অভিনেতারা কারা থাকবেন এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে দাদা ও রাজকুমার রাওয়ের ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে।
এদিকে, রাজকুমার রাওয়ের হাতে রয়েছে আরও কিছু বড় প্রোজেক্ট। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে ‘ভুল চুক মাফ’ ছবিতে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন ওয়ামিকা গাব্বি। এছাড়াও ২০২৫ সালের ২০ জুন মুক্তি পেতে চলেছে তাঁর গ্যাংস্টার ড্রামা ‘মালিক’।