ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ও তার দোসরসহ ১৪ দলের রাজনীতি আইন করে নিষিদ্ধ করা হোক: রাশেদ খান

আওয়ামী লীগ ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

তিনি বলেন, গণহত্যার দায়ে সাব্যস্ত আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা চাই আওয়ামী লীগ ও তার দোসরসহ ১৪ দলের রাজনীতি আইন করে নিষিদ্ধ করা হোক।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জের তাড়াইল বালুর মাঠে আয়োজিত উপজেলা গণঅধিকার পরিষদের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ খান।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা মনে করেছিলেন প্রশাসনকে আমি আমার মতো করে সাজিয়েছি, আমার মতো করে রাজ্য সাজিয়েছি। কিন্তু এদেশের জনগণ শেখ হাসিনার মসনদকে খান-খান করে দিয়েছে। বাংলাদেশে এখন দরকার নতুন রাজনীতি। নতুন রাজনীতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে গণঅধিকার পরিষদ।’

রাশেদ খান বলেন, গণঅধিকার পরিষদ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়। গণঅধিকার পরিষদ জাতীয় স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে।

গণঅধিকার পরিষদের তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব জাকিরুল ইসলাম বাকির সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির বৈদেশিক বানিজ্য সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক লায়ন মোহাম্মদ নাসির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, অর্থ সমন্বয়ক কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম, কিশোরগঞ্জ জেলার সদস্যসচিব মুখলেছুর রহমান আকন্দ প্রমুখ।

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে গণঅধিকার পরিষদ: রাশেদ খাঁন

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আওয়ামী লীগ ও তার দোসরসহ ১৪ দলের রাজনীতি আইন করে নিষিদ্ধ করা হোক: রাশেদ খান

আপডেট সময় ০১:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

আওয়ামী লীগ ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

তিনি বলেন, গণহত্যার দায়ে সাব্যস্ত আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা চাই আওয়ামী লীগ ও তার দোসরসহ ১৪ দলের রাজনীতি আইন করে নিষিদ্ধ করা হোক।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জের তাড়াইল বালুর মাঠে আয়োজিত উপজেলা গণঅধিকার পরিষদের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ খান।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা মনে করেছিলেন প্রশাসনকে আমি আমার মতো করে সাজিয়েছি, আমার মতো করে রাজ্য সাজিয়েছি। কিন্তু এদেশের জনগণ শেখ হাসিনার মসনদকে খান-খান করে দিয়েছে। বাংলাদেশে এখন দরকার নতুন রাজনীতি। নতুন রাজনীতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে গণঅধিকার পরিষদ।’

রাশেদ খান বলেন, গণঅধিকার পরিষদ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়। গণঅধিকার পরিষদ জাতীয় স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে।

গণঅধিকার পরিষদের তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব জাকিরুল ইসলাম বাকির সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির বৈদেশিক বানিজ্য সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক লায়ন মোহাম্মদ নাসির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, অর্থ সমন্বয়ক কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম, কিশোরগঞ্জ জেলার সদস্যসচিব মুখলেছুর রহমান আকন্দ প্রমুখ।

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে গণঅধিকার পরিষদ: রাশেদ খাঁন