আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টার সময় তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সমাবেশে এ ঘোষণা দেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা এখন থেকে রাস্তা ব্লক করব। আমরা এখান থেকে গিয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হবে, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না।’
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, যদি সেটার জন্য এক বছরও লাগে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না।’
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আজ আমরা সবাই একসঙ্গে জড়ো হয়েছি—এটা আনন্দের কিছু না। এটা লজ্জার। প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার চেষ্টা করছেন। তারপর সবার ঐকমত্যের পর সিদ্ধান্ত নেবেন। প্রধান উপদেষ্টার উচিত আবু সাইদ, মুগ্ধসহ অন্য শহীদদের সঙ্গে কথা বলা।’
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আপনারা দেখেছেন, ২০০৬ সালে আওয়ামী লীগ লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগের অপরাধের শেষ নেই।’
এনসিপিনেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের চ্যাপ্টারটা ৫ আগস্টই ক্লোজ হয়ে গেছে। এটাকে আর সামনে নিয়ে যাবেন না। বারবার বলা হয়, একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা। ২০১৪ সালে যখন বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, তখন ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল? আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে আমরা এই বাংলাদেশে একদিনও থাকতে চাই না।’
বক্তব্যে শেষ হলে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি মিছিল যায় শাহবাগের দিকে। সেখানে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক ব্লক করবে তারা।
আ’লীগের সুবিধাভোগী রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে পালায়? প্রশ্ন সারজিসের