ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

স্মৃতিসৌধে এনসিপি’র শ্রদ্ধা নিবেদন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭ টায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা একে একে প্রবেশ করেন জাতীয় স্মৃতিসৌধে। পরে সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম বলেন, দলের প্রথম কর্মসূচি হিসেবে আজ আমরা জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। আজ থেকে শুরু হলো আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি। আমরা এখান থেকে রায়েরবাজার বদ্ধভূমিতে যাব। সেখানে ৭১ এবং জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। তাদের আত্মত্যাগকে স্মরণ করেই আমরা আমাদের যাত্রা সূচনা করছি।

সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর রায়েরবাজার কবরস্থানে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় শহীদদের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। পরে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় দলটি।

 

জীবনে আর আ.লীগের রাজনীতি করবেন না কামাল মজুমদার

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

স্মৃতিসৌধে এনসিপি’র শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ১২:০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭ টায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা একে একে প্রবেশ করেন জাতীয় স্মৃতিসৌধে। পরে সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম বলেন, দলের প্রথম কর্মসূচি হিসেবে আজ আমরা জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। আজ থেকে শুরু হলো আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি। আমরা এখান থেকে রায়েরবাজার বদ্ধভূমিতে যাব। সেখানে ৭১ এবং জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। তাদের আত্মত্যাগকে স্মরণ করেই আমরা আমাদের যাত্রা সূচনা করছি।

সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর রায়েরবাজার কবরস্থানে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় শহীদদের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। পরে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় দলটি।

 

জীবনে আর আ.লীগের রাজনীতি করবেন না কামাল মজুমদার