ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে আগামী ২৯শে জুলাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন।
আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্র সংগঠন এবং ডাকসুর অন্যান্য অংশীজনদের সাথে আলোচনার পর এই ঘোষণা দেওয়া হয়।
চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর তারা। তফসিল ঘোষণার পর ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে বলে আশা করেন তিনি।
এছাড়া ডাকসু নির্বাচনের জন্য ছয় জায়গায় ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।