খুলনায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের ৫০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ। শুক্রবার ২৯ আগস্ট রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা কর্তৃক খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় খুলনা হতে বাগেরহাটগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে নিষিদ্ধ সময়ে সুন্দরবন থেকে আহরিত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩০০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৩ জন ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে আজ ২৯ আগস্ট ২০২৫ জব্দকৃত অবৈধ কাঁকড়া খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
আপরদিকে আজ ২৯ আগস্ট তসকাল ১১ টায় কোস্ট গার্ড স্টেশন দোবেকি কর্তৃক সুন্দরবনের আর পাঙ্গাসিয়া নদীতে টহল চলাকালীন সন্দেহজনক ৪ টি কাঠের বোট তল্লাশি করে প্রায় টাকা ২ লক্ষ ২০ হাজার মূল্যের ৫০০ টি কাঁকড়া ধরার চারুসহ ২০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়।
কাঁকড়াসহ জব্দকৃত সকল মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দোবেকি ফরেস্ট এর নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, বনজ ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।