মাসুদ রানা, মোংলা
মোংলা ইপিজেড এ শ্রমিক ছাটাইয়ের অভিযোগে মালিক-শ্রমিক উভয়ের মধ্যে বাক-বিতান্ডার এক পর্যায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুরু হয় ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ। এতে বেশ কয়েকজন শ্রমিক ও প্রশাসনের সদস্যরা আহত হয়েছে। এঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। মালিক পক্ষ বলছে, শ্রমিকরা নেয্য পাওয়ানা পাওয়ার পরেও অহেতুক বিআইপি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য এ ঘটনা ঘটিয়েছে।
মোংলা ইপিজেডে চলমান দেশি-বিদেশি ৩৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ভিআইপির কোম্পানীর ৭টি প্রতিষ্ঠান রয়েছে। আজ সকাল সাড়ে ১০ টার দিকে ওই কোম্পানীর কয়েকটি কারখানা থেকে প্রায় দুই হাজার শ্রমিকের কাছ থেকে কাগজে ম্বাক্ষর নিয়ে কিছুক্ষন পর পুর্ব ঘোষনা ছাড়া তাদের কারখানা থেকে চলে যেতে বলেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পরে মেইন গেটের সামনে এসে বিক্ষোপ করতে থাকে তারা।
খবর পেয়ে মোংলা ইপিজেড নির্বাহী পরিচালক, উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও সিকিউরিটি গার্ডের লোকজন পরিস্থিতি সামাল দিতে তাদের কটোন করে রাখে এবং সমজোতার চেষ্টা চালায়। দুপুর দেড়টার দিকে মালিক-শ্রমিক উভয়ের মধ্যে বাক-বিতান্ডার এক পর্যায় শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য ফাকা গুলী ছোরে প্রশাসনের লোকজন। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। উভয়ের মধ্যে ইট-পাটকেল ছুরে মারা হয়। অফিস ভাংচুর চালায় শ্রমিকরা বলে অভিযোগ মালিক পক্ষের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলী ছুরে ইপিজেড এলাকা থেকে শ্রমিকদের বের করে দেয়া হয়। এসময় কয়েকজন আহত হয়। অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তার সার্থে ৬ প্লাটন পুলিশ মোতায়ন করা হয়েছে। আটক করা হয় ৬ শ্রমিককে। ইপিজেড এলাকায় থমথমে অবস্তা রিবাজ করছে। আতংক ছড়িয়ে পরছে ইপিজেডে কর্মরত অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমিকদের মাঝে।
তবে শ্রমিকদের দাবী, রমজান মাস চলছে, এছাড়া সামনে পবিত্র ঈদুল ফেতর। এই মুহুর্তে পুর্ব ঘোষনা ছাড়াই নেয্য পাওনা না দিয়ে আমাদের ছাটাই করা হয়েছে।
রপ্তানী পন্য বিদেশে না যাওয়ায় কিছু শ্রমিককে সকল নিয়োম মেনে বেতন-বোনাস সহ সকল পাওনাদী দিয়ে এবং ঘোষনা দিয়ে ছাটাই করা হয়েছে। কিন্ত অহেতুক তারা এমন পরিস্থিতি ঘটিয়েছে বলে জানায় মোঃ মিজানুর রহমান, (এইচ আর এডমিন) মানবসম্পদ বিভাগ ভিআইপি মোংলা ইপিজেড
মোংলা ইপিজেড এলাকায় বৃশ্রিংঙ্খলা সৃষ্টির কারনে তাদের বের করে দেয়া হয়েছে এবং ৬জনকে আটক করা হয়েছে বলে জানান মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বাগেরহাট।
মোংলা ইপিজেডে ভিআইপি কোম্পানীর ৭টি প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৬ হাজার শ্রমিক কাজ করছে। গত বছরের একই সময় অহেতুক প্রায় দেড় হাজার শ্রমিক ছাটাই করেছিল এই ভি আই পি নামের প্রতিষ্ঠান।
আরো পড়ুন : সুন্দরবনের মৎস্য রক্ষায় কোস্ট গার্ডের অভিযান