মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। আশঙ্কাজনক অবস্থায় একজনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার আমড়াতলায় এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আমড়তলা গ্রামে বসতভিটার জমি নিয়ে দ্ধন্ধে রবিবার দুপুরে মোস্তাফা হাওলাদার (৭০)কে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপ দেয় প্রতিপক্ষ স্থানীয় মোঃ ইব্রাহিম (৩৫)। এসময় মোস্তফার ছেলে তরিক হাওলাদার (৪০) ঠেকাতে এলে তাকেও কুপিয়ে যখম করা হয়।
পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলায় তরিকুলের অবস্থায় আশংকাজনক হওয়ায় তাকে খুলায় রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন বলেন, মারামারির ঘটনায় দু’জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তরিকুল হাওলাদার (৪০) কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।