বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর পুকুরে বিভিন্ন প্রকারের মাছের পোনা অবমুক্ত করেন এম.পি হাবিবুন নাহার। পরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না’র সভাপতিত্বে আলোচনা সভা ও মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। বর্তমান সরকার মৎস্য সেক্টর রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য সুরক্ষা আইন আমাদেরকে মেনে চলতে হবে।
মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) সৌমিত্র বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সবুজ বৈরাগী, মেরিন ফিসারিজ অফিসার সালজার রহমান, মংস্য চাষী, জেলে, মৎস্য বিক্রেতা, মৎস্য খাদ্য বিক্রেতা, হ্যাচারি মালিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০শে জুলাই থেকে আগামী ৫ই আগষ্ট পর্যন্ত নানা কর্মসূচীর আয়োজন করেছে উপজেলা মৎস্য বিভাগ।