জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর উপর হামলা ও ক্রীড়া সম্পাদক দিদারকে হত্যার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন বিএনপি।
শনিবার বিকেলে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে এসে মিলিত হন।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জিলানীর উপর হামলাকারী ও দিদার হত্যাকান্ডে জড়িত সকলকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।