মাসুদ রানা, মোংলা প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
আজ রবিবার সকাল পৌনে ১১টায় লবনচরা বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার বাসিন্দা মো. রুহুল আমিন (৪১) এবং আব্দুর রউফ (৩২)।
২৩ জুন রবিবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।
তিনি বলেন, কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি স্টেশন রুপসার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ জুন) সকাল পৌনে ১১টায় খুলনার লবনচরা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশী করে ৯১০ পিস ইয়াবা, নগদ ১ হাজার ৪০০ টাকা ও দুটি বাটন ফোন জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা খুলনা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করতেন বলে কোস্টগার্ড সদস্যদের কাছে স্বীকার করেছে।
জব্দ করা ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো পড়ুন : মোংলায় আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত