মোংলায় রমজান উপলক্ষ্যে ফলের বাজার নিয়ন্ত্রণে নৌ বাহিনীর সহায়তায় অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ মার্চ) দুপুরে পৌর শহরের চৌধুরীর মোড়া এলাকার ফল পট্টিতে এই অভিযান চালানো হয়।
এসময় মূল্য তালিকা না টানিয়ে চড়া দামে পণ্য বিক্রি করার অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা বা অর্থদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে চার ফল ব্যবসায়ীকে নগদ ১৭হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে ফল বিক্রেতা মো: বায়জিদ হাওলাদার কে তিন হাজার টাকা, মো: বাদশাকে ১০ হাজার, মো: শিপনকে ১৫’ শ টাকা ও মো: শাহাজান কে তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।