কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে গলায় পেয়ারা আটকে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের তারাপাশা বয়লা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মালেহা মুসকান জায়রা জেলার মিঠামইন উপজেলার মুরাদ ভূঁইয়ার শিশুকন্যা। সে পরিবারের প্রথম সন্তান। পৌরসভার ৭নং ওয়ার্ডের মোড়লপাড়া এলাকার বাসায় মা-বাবার সাথেই থাকত সে।
শিশুটির মামা আফফান জানান, রাতের ট্রেনে মা-বাবার সাথে জায়রার চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। রেল স্টেশনের কাছে হওয়ায় শুক্রবার সন্ধ্যায় শহরের বয়লা এলাকার নানার বাসায় চলে আসেন তারা। নানার বাসায় আসার পরে তারা বুঝতে পারে শিশু জায়রার গলায় পেয়ারার টুকরো আটকে গেছে। পরিবারের লোকজন পেয়ারার টুকরো গলা থেকে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাকে শহরের একটি ক্লিনিক ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাপসাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে শিশু জায়রার মৃত্যু হয়।
শিশু জায়রার মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।