পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী পেতিন্যার ছড়া নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ০৫ (পাঁচ) জন ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেন লামা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।
লামা উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে পেতাইন্না ছড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ১। মো.জমির (৪০), ২। মো.আব্দুস সালাম (৫৫) নামক দুই ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড এবং ৩। মো. মিজানুর রহমান (৩৫), ৪। সাদ্দাম হোসেন (২৫) ৫। নুরুল আমিন (২৭) নামক তিনজনকে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব দৈনিক আজাদী’কে বলেন, এই অভিযানে লামা সেনাবাহিনী ও লামা থানা পুলিশ সহায়তা করে। অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত’দের ছাড় দেওয়া হবে না। আমরা তাদের বিরুদ্বে অভিযান পরিচালনা করে যাচ্ছি এবং সবাই’কে আইনের আওতায় আনা হচ্ছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।