খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘাত ও সংঘর্ষের প্রতিবাদে চট্টগ্রামের তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে।
সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে কোনও যানবাহন ছাড়েনি। বাস টার্মিনালে দেখা যায়, দূরপাল্লার কোনও বাস ছাড়েনি। এদিকে ঢাকা থেকে আসা রাতের বাসগুলো এখনও খাগড়াছড়িতে এসে পৌঁছায়নি।
সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল ঢাকার পাহাড়িদের একটি সমাবেশ থেকে। আর বিবৃতি দিয়ে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
অবরোধের কারণে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে সদরসহ পুরো জেলায় আতঙ্ক বিরাজ করছে। রাতের গোলাগুলি ও বিকালের সংঘর্ষের ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জারি করা হয় ১৪৪ ধারা। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পার্বত্য অঞ্চলে যাবেন বলে জানা গেছে।
আরো পড়ুন:স্থবির পাবলিক বিশ্ববিদ্যালয়; শিক্ষাক্রম শুরু হবে কবে?