চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হয়েছেন দুই ছাত্রীসহ আট শিক্ষার্থী। আজ বুধবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে চট্টগ্রাম আদালতের সামনের সড়ক থেকে তাদের আটক করে পুলিশ।
সকালে জেলার লালদিঘী এলাকায় সড়কে শিক্ষার্থীরা ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় পুলিশের বাধা পেরিয়ে আদালত এলাকায় বিক্ষোভ সমাবেশে অংশ নেয় কয়েক হাজার শিক্ষার্থী। সেখান থেকে পুলিশ দুই ছাত্রীসহ আট শিক্ষার্থীকে আটক করে। এ সময় অন্যরা তাদের ছাড়াতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা।
আদালত ভবনের সামনে লালদীঘি সড়কের এক পাশে বেলা সোয়া ১১টার দিকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে আদালত পুলিশের ব্যারিকেড ভেঙে আদালত চত্বরে প্রবেশ করে তারা। এ সময় তাদেরকে সমর্থন জানাতে এগিয়ে আসেন আদালতের শতাধিক আইনজীবী। শিক্ষার্থীরা আইনজীবী সমিতির গোল চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করে।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমম্বয়ক খান তালাত মাহামুদ রাফিসহ আন্দোলনরত শিক্ষার্থী, আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট মো. হাসান আলী, ইফতেখার মহসিন, শাহাদাত হোসেন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পুলিশসেহ মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের।
আরো পড়ুন : বরিশালে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ : সংবাদিকসহ আহত ১৫, আটক ১০