ঢাকার যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান চৌধুরীকে টেকনাফ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) টেকনাফ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক আবুল হাসান।
আবুল হাসানের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার।
মো. জসিম উদ্দীন আরও বলেন, নড়াইলের বাসিন্দা আবুল হাসান কী কারণে টেকনাফ সীমান্তে এসেছিলেন, তা এখনও জানা যায়নি। টেকনাফ সীমান্ত দিয়ে চোরাপথে মালয়েশিয়া-থাইল্যান্ডে পাড়ি দেওয়ার উদ্দেশে সেখানে গিয়ে থাকতে পারেন তিনি।
আরো পড়ুন : নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার