রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দোয়া ও ইফতার মাহফিল শিলক রাজাপাড়া এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহবায়ক শাহজাহান সিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উত্তরজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। প্রধান আলোচক ছিলেন উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, উত্তরজেলা বিএনপির সদস্য নবাব মিয়া চেয়ারম্যান। সংবর্ধিত অতিথি ছিলেন জালাল উদ্দিন মদিনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আইমান জালাল।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আহবায়ক মাহবুব ছাফা, উত্তরজেলা যুবদলের সহ সম্পাদক আজাদ খান, যুগ্ম-সম্পাদক মুক্তার হোসেন সুজন, ইফতেখার হোসেন, উপজেলা বিএনপির সদস্য গাজী আইয়ুব, উপজেলা যুবদলের আহবায়ক মো. সেকান্দর সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার মনি, পদুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল্লাহ কাইছার দুলু, শিলক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবদুল মোতালেব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওসমান গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ছাবের হোসেন তালুকদার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন, মোহাম্মদ রাসেল, মো. সুমন, মো. আবছার, বিএস করিম, শিলক ইউনিয়ন যুবদলের আহবায়ক আজম খান, সদস্য সচিব কামাল উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, পদুয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মহরম আলী মান্না, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামাল, জালাল হোসেন, হেলাল, নিশাত সিকদার, মিজানুর রহমান, রাকিবুল হাসান প্রমুখ।
শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামানা করে দোয়া মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।