চট্টগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) এটিএম শিফাতুল মাজদার।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে চট্রগ্রাম জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ওসি এটিএম শিফাতুল মাজদারের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।
মার্চ/২০২৫ মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার।
কাজের স্বীকৃতি দেওয়ায় জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), এবং সকল অতিরিক্ত পুলিশ সুপারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওসি এটিএম শিফাতুল মাজদার।
তিনি বলেন, ভালো কাজের মূল্যায়ন হিসেবে পুরস্কারটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় জয়েন করার পরপরই আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছি। এ স্বীকৃতি পাওয়ার পেছনে দক্ষিণ রাঙ্গুনিয়া মানুষেরও অবদান রয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়ার মানুষ আইন শৃঙ্খলা রক্ষায় আমাকে সর্বোচ্চ সহায়তা করে যাচ্ছে। আশাকরি এ সহায়তা অব্যাহত রাখবে।
এজন্য দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) এটিএম শিফাতুল মাজদার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ সদস্যদের অক্পরিশ্রম করার জন্য এবং দক্ষিণ রাঙ্গুনিয়া বাসীকে বাংলাদেশ পুলিশের সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), সকল অতিরিক্ত পুলিশ সুপার ও সকল থানা/ইউনিট ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।