পার্বত্য অঞ্চলে সব ধরনের জাতিগত সংঘাত নিরসন ও সকল জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবিতে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার ব্যানারে খাগড়াছড়ি প্রেসক্লাবে শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র আমিনুল ইসলাম।
লিখিত বক্তব্যে ৫টি দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জাতি-সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। সব ধরনের বিচারবহির্ভূত হত্যা বন্ধে প্রশাসনের কার্যকরী ব্যবস্থা। সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে সংঘটিত বিচারবহির্ভূত হত্যা, দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ ও উপাসনালয় ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। সীমান্তবর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী দেশি-বিদেশি কুচক্রী মহলকে সামাজিকভাবে প্রতিহত করা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ। সংবাদ সম্মেলনে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে এসব দাবি মেনে নিতে আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের স্বেচ্ছাসেবক হারিচুর রহমান রনি, মো. শাহানেওয়াজ মোহাম্মদ রাকিব মনি, ইফতি মোহাম্মদ ও শাহদাত হোসেন হোসেন।
আরো পড়ুন : রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা ,যেকোনও সময় বিস্ফোরিত হতে পারে: ড. ইউনূস