চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালী বেতবুনিয়ার মনারটেক আম বাগান এলাকায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
সাইফুল ইসলাম সোহাগ বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাচ্ছে।