রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হিলাগাজী পাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করার কারনে প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠেছে রুহুল আমিন পাখি গংদের বিরুদ্ধে। এদিকে চলাচলের রাস্তা বন্ধ করায় বিপাকে পড়েছে দুই অসহায় পরিবার।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া পোমরায় অভিযোগকারী জাকির হোসেনের প্রতিবেশী রুহুল আমিন পাখির লোকজন জাকির হোসেনর দখলকৃত জমি জবর-দখল করে চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে দুটি অসহায় পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে বাড়ি থেকে বের হয়ে তাদের প্রয়োজনীয় কাজ করতে সমস্যা সৃষ্টি হচ্ছে।
মারধরের ঘটনায় মোহাম্মদ জাকির হোসেন নামে এক ব্যাক্তি রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাকির হোসেনের সাথে জমির বিরোধ ছিলো রুহুল আমিন পাখি গং পরিবারের। বাড়িতে আসা যাওয়ার পথ দুই দিক হতে বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। এ সময় জাকির হোসেন বাঁধা দিতে গেলে রুহুল আমিন পাখি গং তাকে ও পরিবারের সদস্যদের কিল-ঘুষিসহ বেধড়ক মারধর করেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ জাকির হোসেন অভিযোগ করে বলেন, আমরা বহুবছর ধরে এই রস্তাটি দিয়ে চলাচল করে আসছি, কিন্তু রাস্তাটি জরাজীর্ণ হওয়ায় রাস্তা সংস্কারের লক্ষ্যে চলাচলের পথে মাটি দিলে অভিযুক্ত পরিবারের সদস্যরা আমাদেরকে বিভিন্ন রকমের হুমকি দমকি দিয়ে চলাচলের পথ বন্ধ করে গৃহবন্ধি অবস্থায় রাখে। আমরা ঘর হতে বের হতে পারছি না, জরুরি কোন কাজে পাশ্ববর্তী পরিবারের বসতভিটা দিয়ে চলাচল করে জরুরি কাজ করছি। দেশবাসী ও প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন আমাদের চলাচলের রাস্তাটি যেন অবৈধ দখলদাররা অবৈধভাবে দখল করে নিতে না পারে, সঠিক বিচারের মাধ্যমে আমাদের রাস্তাটি যেন আমরা ফিরে পাই।
জানতে চাইলে অভিযুক্ত পরিবারের সদস্য রুহুল আমিন পাখি বলেন,আমরা আমাদের জায়গাটি রক্ষণাবেক্ষণের জন্য ঘিরাবেড়া দিচ্ছি, কারো চলাচলের পথ বন্ধ করিনি, এতো বছর খালি ছিল এরা চলাচল করেছে, আমরা বাঁধা দিইনি, আমাদের জায়গা প্রয়োজন তাই আমরা ঘিরাবেড়া দিচ্ছি, এতে আমাদের পাশ্ববর্তী একটি পরিবার জায়গাটি দখলে নেওয়ার মানসিকতায় গায়ে পড়ে ঝগড়া বিবাদ করছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুরের কাছে জানতে চাইলে তিনি মুঠো ফোনে বলেন ঘটনার বিষয়ে আমাকে দু’পক্ষই মৌখিক অভিযোগ দেয়, তাঁদের অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে আমি উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিই, পরবর্তীতে তারা রাঙ্গুনিয়া থানায় চলে যায়।
এ বিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত রাঙ্গুনিয়া মডেল থানার এস আই জাকির বলেন, অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে বিষয়টি দেখেছি। দীর্ঘদিন ধরে জাকির হোসেনের সাথে জমির বিরোধ ছিলো রুহুল আমিন পাখি গং পরিবারের এবং বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি হয়েছে। এই বিষয়ে উভয়ে স্থানীয় মেম্বারের কাছে অভিযোগ জানান। এর আগে জাকির হোসেন থানায়ও একটি অভিযোগ করেন এবং স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার কথা ছিল। পরবর্তীতে জাকির হোসেন কোর্টে মামলা করায় স্থানীয়ভাবে মীমাংসা করা সম্ভব হয়নি।