দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া নারিশ্চা এলাকা হতে নিখোঁজের ষোল দিন পর শিশু মো. আরফাতুল ইসলাম (৪) কে উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত ২৭ মার্চ রোজ: বৃহস্পতিবার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকার ৪ বছর বয়সী শিশু মো. আরফাতুল ইসলাম নিখোঁজ হয়।
শিশুর পরিবার সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পাওয়ায় গত ৪ এপ্রিল রোজঃ শনিবার
শিশুটির মা তানজিনা আকতার দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়রি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তি সহযোগিতায় খাগড়াছড়ি জেলার ক্যান্টনমেন্টের পাশে গুইমরা এলাকায় শিশু মো.আরফাতুল ইসলামসহ অপরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এ এস আই মোঃ ইসমাইল বলেন, ‘তথ্যপ্রযুক্তি সহযোগিতায় শিশুটির অবস্থান শনাক্ত করে শিশু মো. আরফাতুল ইসলামকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে জিডি আবেদনকারী ও শিশু অপহরণকারী উভয়ে আত্মীয় হওয়ায় তারা কোনো অভিযোগ বা মামলা করবেন না বলে মুচলেকা দিয়েছেন।’