রাঙ্গুনিয়া সরফভাটায় বন্ধুকে অবৈধ অস্ত্র দেখাতে গিয়ে অসাবধানতাবশত গুলি বেরিয়ে তাপরিমুল ইসলাম তানিক নামক এক বন্ধু আহত হয়েছেন।
গত বুধবার (২৩ অক্টোবর) সন্ধার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পূর্ব সরফভাটা চিতাখোলা কর্ণফুলী নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানিয়েছেন।
আহত কলেজ ছাত্র হলেন প্রবাসী মো: জসীম উদ্দিনের ছেলে তাপরিমুল ইসলাম তানিক (১৮)। আহত তানিক রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। সে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো: নজরুল ইসলাম চলমানবার্তাকে বলেন, গত বুধবার (২৩ অক্টোবর) সন্ধায়
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পূর্ব সরফভাটা চিতাখোলা গ্রামের কর্ণফুলী নদীর পাড়ে মোঃ জসিম উদ্দিনের ছেলে ভিকটিম তাপরিমুল ইসলাম তানিক (১৮), (কলেজ ছাত্র) এবং হাজী মোঃ ফরিদের ছেলে অভিযুক্ত মোঃ ইফতেখার (১৮) একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তাহারা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। এই সময় যে কোন ঘটনায় অভিযুক্ত ইফতাখারের নিকট থাকা আগ্নেয়াস্ত্র ফায়ার হয়ে ভিকটিম তাপরিমুল ইসলাম তানিকের বুকে লেগে গুরুতর আহত হয়। লোকজন ভিকটিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ভিকটিম বর্তমানে চিকিৎসাধীন আছে। ঘটনার সাথে সাথে অভিযুক্ত ইফতেখার পালিয়ে যায়। অভিযুক্ত ইফতাখার বখাটে প্রকৃতির। তাহার পিতা প্রবাসী। তাহাকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের জন্য বসতঘর ও সম্ভাব্য জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা রুজু করা হয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ৮ নং ওয়ার্ডটি একটি ক্রাইমজোন ,এখানে অহরহ মাদক সেবন, মাদক ব্যবসা ও অস্ত্র ব্যবসা চালিয়ে আসছে একটি সন্ত্রাসী মহল। যারা প্রকাশ্যে অস্ত্র মহড়া দিয়ে এলাকার মধ্যে আতংক বিরাজ করছে। দীর্ঘদিন ধরে,লুটপাট চুরি ডাকাতি করে আসছে সন্ত্রাসী মহলটি, ইফতেখার সে সন্ত্রাসী বাহিনীর একজন সদস্য।
এলাকাবাসীরা অতিসত্তর অবৈধ সকল অস্ত্র উদ্ধার করে মাদকমুক্ত করে সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন।