দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নাতনিকে শ্লীলতাহানি করার অভিযোগ করার কারনে অভিমান করে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছে। নিহতের নাম মৃদুল দে (৬০)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে বৃদ্ধকে মৃত্যুর প্ররোচনা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে পশ্চিম খুরুশিয়া গ্রামে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়ার কালী পাহাড়ের বাসিন্দা জনৈক মৃদুল দে সম্প্রতি প্রতিবেশী আট বছরের এক নাতনিকে আইসক্রিম কিনে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে শিশুটির পিতা শ্লীলতাহানির অভিযোগ এনে বৃদ্ধ মৃদুলকে শারীরিক ভাবে নির্যাতন করেন। ঘটনার পাঁচ দিন পর বৃদ্ধ মৃদুলের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় শ্লীলতাহানির অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে বৃদ্ধ মৃদুলের বাড়িতে পুলিশ তদন্ত করতে যায়। এ ঘটনায় বৃদ্ধ মৃদুল রাগ, ক্ষোভ ও অভিমানে অন্যত্র ঘর ছেড়ে চলে যান। গত বুধবার পটিয়া উপজেলায় আমির ভান্ডার গেইটের পাশে বৃদ্ধ মৃদুল বিষ পান করেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে পশ্চিম খুরুশিয়া গীতা পাড়ায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ও এলাকাবাসী প্রয়াত মৃদুল দে একজন গরীব সৎ লোক দাবি করে মৃত্যুর প্ররোচনা ও ষড়যন্ত্রকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার বলেন, আমি এ বিষয়ে শুনেছি,খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।