রাঙ্গুনিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের দ্বারা রাঙ্গুনিয়া প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গতকাল উপজেলার ইছাখালী সদরে একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের জরুরি সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
সাংবাদিক অনিরুদ্ধ অপুর সভাপতিত্বে ও আজিম উদ্দিন লাভলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আজিজুল ইসলাম, আব্দুল করিম চৌধুরী। সভায় প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমানকে নির্বাচন কমিশনের প্রধান করা হলে তিনি উপস্থিত প্রতিনিধিদের গোপন ভোটে কমিটি গঠন করেন।
কমিটিতে অনিরুদ্ধ অপুকে সভাপতি, মীর খান মামুনকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুল করিম চৌধুরীকে সহ-সভাপতি, মোহাম্মদ মন্জুরুল ইসলামকে সাধারণ সম্পাদক, আজিম উদ্দীন লাভলুকে যুগ্ম সম্পাদক,জাকেরুল ইসলামকে সহ-সাধারণ সম্পাদক, আজিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, রাহাত মামুনকে অর্থ সম্পাদক, কামরুল ইসলামকে সহ-অর্থ সম্পাদক, নেজাম উদ্দীনকে দপ্তর সম্পাদক, মো.ইদ্রিসকে প্রচার সম্পাদক, মুজিবুল্লাহ আহাদকে প্রশিক্ষণ ও গণযোগাযোগ, মোরশেদুল আলমকে শিক্ষা ও তথ্যপ্রযুক্তি, মো. ইউসুফকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং জাহাঙ্গীর আলম, ইমতিয়াজ হায়দার,সেকান্দর ও মো.জসিমকে সদস্য করা হয়।
রাঙ্গুনিয়ায় বন্ধুর অসাবধানতায় আগ্নেয়াস্ত্রের গুলি বেরিয়ে কলেজ ছাত্র গুলিবিদ্ধ