রাঙ্গুনিয়ায় বাজার মনিটরিংকালে চার দোকানিকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার ধামাইরহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয় এবং ক্রয়রশিদ সংরক্ষণ না করায় মুদি দোকান ও কাঁচাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মামলায় ১৬,০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ সময় সকল পাইকারি ও খুচরা দোকানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।