দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া সুখিবলাসে নুরুল আমিন নামের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি আভিযানিক দল পুলিশ সুপারের নির্দেশক্রমে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জের তত্বাবধানে এ এস আই মোঃ ইসমাইল ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে সুখবিলাস ১০ মাইল বাজার থেকে রাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ নুরুল আমিন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সুখবিলাস গ্রামের মোঃ কাদের (প্রকাশ লম্বা কাদের) এর ছেলে। জানা যায়,গ্রেফতারকৃত মোঃ নুরুল আমিন পাঁচ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইসমাইল সঙ্গীয় ফোর্সসহ নুরুল আমিন নামে ৫ মামলার একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।