রাঙ্গুনিয়ায় বিপুল পরিমাণ ট্যাবলেটসহ এক মাদক কারবারী গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. কুদ্দরুচ (৪০)।
গতকাল শুক্রবার (২২ নভেম্বর) ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজয় নগর এলাকার বাসিন্দা হাসনাত আলীর ছেলে কুদ্দুরুচকে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আটক করেন। এসময় তার বসতঘর তল্লাশি চালিয়ে এক হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও তার ব্যবহৃত ২টি মোবাইল সেট জব্দ করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম সংবাদ মাধ্যমকে জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।