সৈয়দ আলীউজ্জামাম মহসিন, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে।
১৭ই এপ্রিল(বুধবার) সকাল ১১টার দিকে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ মুশতাকুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর মেয়র মোঃ শওকত উসমান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তামারা তাসবিহা,আচমিতা ইউপির চেয়ারম্যান মতিউর রহমান মতি, উপজেলা সমাজসেবা অফিসার মঈনুর রহমান মনির ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমুখ।
উপস্থিত বক্তারা ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ দিবস উপলক্ষে বিভিন্ন আলোচনা ও দিনটি উপলক্ষে অবদানকারী সকলের প্রতি দোয়া কামনা করেন।
উল্লেখ্য, দিনটি কিশোরগঞ্জ বাসীর কাছে এক অনন্য মর্যাদা ও গৌরবের দিন কেনোনা ঐতিহাসিক মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ছিলেন কিশোরগঞ্জের গর্বিত সন্তান ।
আরো পড়ুন : কেএনএফের ৫১ সদস্য কারাগারে