কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ই সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ।
এসময় আরো বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোজাম্মেল হক জোয়ার্দার ও কটিয়াদী উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ আলীউজ্জামান মহসিন প্রমুখ।