ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২০ কি‌লো‌মিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম দু‌র্ভো‌গে প‌ড়েছেন ঈদে ঘ‌রমুখো মানুষ। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ২০ কি‌লো‌মিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে যানজট।

এদিন সকা‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাস‌ড়কের টাঙ্গাইল সদ‌রের রাবনা বাইপাস হ‌তে সেতু টোলপ্লাজা পর্যন্ত ২০ কি‌লো‌মিটার সড়‌কে এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এর আগে ভোরে সেতুর ওপর ২২ নম্ব‌র পিলা‌রের কা‌ছে এক‌টি বাস বিকল হ‌য়ে যাওয়ার পর সে‌টি উদ্ধা‌রের জন্য পাঁচ ‌মি‌নিট টোল আদায় বন্ধ ছিল। এতে মহাসড়‌কে যানবাহনের চাপ আরও বে‌ড়ে যায়।

এ ছাড়া সোমবারও সেতুর ওপর বাস বিকল এবং সেতু‌তে টোল আদা‌য় বন্ধ থাকার কার‌ণে তৈ‌রি হয় যানজট। পরে সময়ের সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বে‌ড়ে‌ছে এবং সেতুর ওপর যানবাহনের দীর্ঘ সা‌রি তৈ‌রি হ‌য়ে‌ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘মহাসড়‌কে প‌রিবহ‌ণের খুবই চাপ র‌য়ে‌ছে। এতে পরিবহণগু‌লো খুবই ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে। এ ছাড়া সেতুর ওপর এক‌টি বাস নষ্ট হওয়ায় পাঁচ ‌মি‌নিট বন্ধ ছিল যান চলাচল। এ ছাড়াও যানগু‌লো রাস্তায় দাঁড়ি‌য়ে যাত্রী তোলায় অন‌্যান‌্য গাড়িগু‌লোর ধীরগ‌তি সৃ‌ষ্টি হয়।’

আরো পড়ুন : কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২০ কি‌লো‌মিটার যানজট

আপডেট সময় ০১:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম দু‌র্ভো‌গে প‌ড়েছেন ঈদে ঘ‌রমুখো মানুষ। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ২০ কি‌লো‌মিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে যানজট।

এদিন সকা‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাস‌ড়কের টাঙ্গাইল সদ‌রের রাবনা বাইপাস হ‌তে সেতু টোলপ্লাজা পর্যন্ত ২০ কি‌লো‌মিটার সড়‌কে এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এর আগে ভোরে সেতুর ওপর ২২ নম্ব‌র পিলা‌রের কা‌ছে এক‌টি বাস বিকল হ‌য়ে যাওয়ার পর সে‌টি উদ্ধা‌রের জন্য পাঁচ ‌মি‌নিট টোল আদায় বন্ধ ছিল। এতে মহাসড়‌কে যানবাহনের চাপ আরও বে‌ড়ে যায়।

এ ছাড়া সোমবারও সেতুর ওপর বাস বিকল এবং সেতু‌তে টোল আদা‌য় বন্ধ থাকার কার‌ণে তৈ‌রি হয় যানজট। পরে সময়ের সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বে‌ড়ে‌ছে এবং সেতুর ওপর যানবাহনের দীর্ঘ সা‌রি তৈ‌রি হ‌য়ে‌ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘মহাসড়‌কে প‌রিবহ‌ণের খুবই চাপ র‌য়ে‌ছে। এতে পরিবহণগু‌লো খুবই ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে। এ ছাড়া সেতুর ওপর এক‌টি বাস নষ্ট হওয়ায় পাঁচ ‌মি‌নিট বন্ধ ছিল যান চলাচল। এ ছাড়াও যানগু‌লো রাস্তায় দাঁড়ি‌য়ে যাত্রী তোলায় অন‌্যান‌্য গাড়িগু‌লোর ধীরগ‌তি সৃ‌ষ্টি হয়।’

আরো পড়ুন : কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর