ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান গণ-অনশনরত শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা করে জিরো পয়েন্ট মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। কিন্তু সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙেই সচিবালয়ে এসে বসে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনশনরত শিক্ষার্থীরা।

সোমবার ১৩ জানুয়ারি বিকেল চারটা পঞ্চাশ মিনিটে সচিবালয় গেটে এসে বসে পড়ে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান,’ ‘মূলা না ক্যাম্পাস, ক্যাম্পাস ক্যাম্পাস’, ‘এক দুই তিন চার, ক্যাম্পাস আমার অধিকার’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘একশন টু একশান, ডাইরেক্ট একশান’, ‘দ্বিতীয় ক্যাম্পাস আবাসন, কবে দিবা প্রশাসন’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে?’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

অনশনে অংশ নেয়া শিবিরের সাবেক দপ্তর সম্পাদক ইব্রাহীম আলী বলেন, যেকোনো দাবি আদায়ে সর্বশেষ পন্থা হলো অনশন কর্মসূচি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌসিফ মাহমুদ সোহান বলেন, আমরা আল্টিমেটাম দিয়েছিলাম মন্ত্রণালয়কে। আমাদের দাবির মেনে সুস্পষ্ট কোনো চিঠি না পাওয়ায় আমরা এখানে এসেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।

এদিকে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদের ভবনসমূহ, কলা অনুষদের ভবনসমূহ ও বিজ্ঞান অনুষদের ভবনগুলোতে তালা ঝুলিয়ে অনশনে বসেন শিক্ষার্থীরা। এতে ভবনগুলোতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ বন্ধ হয়ে যায়।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আপডেট সময় ০৬:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান গণ-অনশনরত শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা করে জিরো পয়েন্ট মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। কিন্তু সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙেই সচিবালয়ে এসে বসে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনশনরত শিক্ষার্থীরা।

সোমবার ১৩ জানুয়ারি বিকেল চারটা পঞ্চাশ মিনিটে সচিবালয় গেটে এসে বসে পড়ে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান,’ ‘মূলা না ক্যাম্পাস, ক্যাম্পাস ক্যাম্পাস’, ‘এক দুই তিন চার, ক্যাম্পাস আমার অধিকার’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘একশন টু একশান, ডাইরেক্ট একশান’, ‘দ্বিতীয় ক্যাম্পাস আবাসন, কবে দিবা প্রশাসন’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে?’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

অনশনে অংশ নেয়া শিবিরের সাবেক দপ্তর সম্পাদক ইব্রাহীম আলী বলেন, যেকোনো দাবি আদায়ে সর্বশেষ পন্থা হলো অনশন কর্মসূচি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌসিফ মাহমুদ সোহান বলেন, আমরা আল্টিমেটাম দিয়েছিলাম মন্ত্রণালয়কে। আমাদের দাবির মেনে সুস্পষ্ট কোনো চিঠি না পাওয়ায় আমরা এখানে এসেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।

এদিকে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদের ভবনসমূহ, কলা অনুষদের ভবনসমূহ ও বিজ্ঞান অনুষদের ভবনগুলোতে তালা ঝুলিয়ে অনশনে বসেন শিক্ষার্থীরা। এতে ভবনগুলোতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ বন্ধ হয়ে যায়।