ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে সেপটিক ট্যাংক থেকে দুই কোটি টাকার বিয়ার-বিদেশি মদ জব্দ

রাজধানীর উত্তরার জমজম টাওয়ার-সংলগ্ন ১৩ নম্বর সেক্টরের কিংফিশার বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ভবনের নিচতলার একটি বৃহৎ আকার সেপটিক ট্যাংক থেকে বিপুল বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

আজ শুক্রবার দুপুরে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ এসব তথ্য জানান।

শামীম আহম্মেদ বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত করার জন্য বিশেষ অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) ২৬ সদস্যের একটি দল কিংফিশার বারে অভিযান চালায়। রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চলা অভিযানে কিংফিশারের ভবনের নিচতলার বিদ্যুৎ সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকার সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়। এগুলোর মূল্য প্রায় দুই কোটি টাকা।

অভিযানে মো. এমরান হোসেন ওরফে বাবু (৪১) ও মো. আলমগীর কবির (৪০) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এ অপরাধী চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় বেপরোয়াভাবে মাদক ব্যবসা করে উত্তরা এলাকায় সামাজিক পরিবেশ বিষিয়ে তুলেছে বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ডিএনসির অভিযানের বিপুল পরিমাণ মাদকসহ অপরাধ চক্রটিকে আটক করায় স্থানীয লোকজন আনন্দ উল্লাস করে।

ডিএনসির ওই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

আরো পড়ুন  : বিমানবন্দর এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাজধানীতে সেপটিক ট্যাংক থেকে দুই কোটি টাকার বিয়ার-বিদেশি মদ জব্দ

আপডেট সময় ০৫:০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীর উত্তরার জমজম টাওয়ার-সংলগ্ন ১৩ নম্বর সেক্টরের কিংফিশার বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ভবনের নিচতলার একটি বৃহৎ আকার সেপটিক ট্যাংক থেকে বিপুল বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

আজ শুক্রবার দুপুরে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ এসব তথ্য জানান।

শামীম আহম্মেদ বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত করার জন্য বিশেষ অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) ২৬ সদস্যের একটি দল কিংফিশার বারে অভিযান চালায়। রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চলা অভিযানে কিংফিশারের ভবনের নিচতলার বিদ্যুৎ সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকার সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়। এগুলোর মূল্য প্রায় দুই কোটি টাকা।

অভিযানে মো. এমরান হোসেন ওরফে বাবু (৪১) ও মো. আলমগীর কবির (৪০) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এ অপরাধী চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় বেপরোয়াভাবে মাদক ব্যবসা করে উত্তরা এলাকায় সামাজিক পরিবেশ বিষিয়ে তুলেছে বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ডিএনসির অভিযানের বিপুল পরিমাণ মাদকসহ অপরাধ চক্রটিকে আটক করায় স্থানীয লোকজন আনন্দ উল্লাস করে।

ডিএনসির ওই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

আরো পড়ুন  : বিমানবন্দর এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার