সৌদি আরবে কিশোরগঞ্জের ভৈরবের এক প্রবাসী যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (১২ মার্চ) স্থানীয় সময় বেলা ১১টার দিকে সৌদি আরবের রিয়াদ শহরের ইশারা ডাইরেক্টর ক্যাশ বাগালা এলাকায় একটি তিনতলা ভবনের সিঁড়ি কোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে স্থানীয় সৌদি পুলিশ রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মারা যাওয়া ওই যুবকের নাম মো. আনোয়ার হোসেন (৩৮)। তিনি ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের হাজী উছমান মিয়ার ছেলে।
নিহতের চাচাতো ভাই সৌদি প্রবাসী সেলিম সিকদার জানান, স্থানীয় ও নিহতের পারিবার সূত্রে জানা যায়, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ৬ বছর আগে ধারদেনা করে সৌদি আরবে যান আনোয়ার হোসেন। দেশে তার স্ত্রী ও ৬ মাসের ছেলে সন্তান রয়েছে। সৌদি আরবে এসির কাজ করতেন তিনি। পারিবারিক কলহ, বিশেষ করে স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে মানসিক চাপে ছিলেন। আত্মহত্যার আগে স্ত্রীর সঙ্গে ফোনে কথা কাটাকাটি হয়েছিল।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শবনম শারমিন সাথে মোঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা প্রশাসনিকভাবে খোঁজ নিচ্ছি। নিহতের পরিবার যেন মরদেহ দেশে আনতে পারে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা করা হবে।
তিনি আরও বলেন, প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে আর্থিক সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে।
নিহত মো. আনোয়ার হোসেনের গ্রামের বাড়িতে অবস্থানরত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ চেষ্টা করা হলে তাদের কোন সদুত্তোর পাওয়া যায়নি ।