পটুয়াখালীর বাউফলে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রতিষ্ঠানের মালিক স্থানীয় ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে (৭২) অপহরণ করেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকার কানু প্রিয় ভান্ডার নামক প্রতিষ্ঠানে ওই ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন।
প্রতিষ্ঠানের কর্মচারী ও ব্যবসায়ীর স্বজনরা জানান, সমিতির নিয়মানুযায়ী শুক্রবার মার্চেন্ট পট্টি এলাকায় জুম্মার নামাজের পরে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তাই রাতে বিভিন্ন খুচরা বাজারের আদায়কৃত টাকার হিসাব ও ট্রাকযোগে আসা মালামাল গোছানোর জন্য শিবানন্দ রায় বনিক এবং তার কর্মচারী সংকর দাস ও তাপস প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন।
রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে হঠাৎ প্রতিষ্ঠানের সামনের দরজা দিয়ে প্রায় ৭-৮ জনের একটি ডাকাত দল প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা দোকানের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। সেইসাথে তাদের তিনজনকেই অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। ডাকাত দলের সবাই কিশোর ও তরুণ বয়সী ছিলো।
অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক।
ডাকাতদের বয়স আনুমানিক ১৭ থেকে ২৫ বছর। তারা সবাই মানকি টুপি পরা ছিলো। আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় সাড়ে সাত লাখ টাকা ছিনিয়ে নেন। পরে কর্মচারী দুজনকে বেঁধে রেখে প্রতিষ্ঠানের পেছনের দরজা দিয়ে ব্যবসায়ী শিবানন্দ রায় বনিককে নদীপথে অপহরণ করে নিয়ে যায় তারা।
অপহৃত শিবানন্দ রায় বনিকের ভাই সনজিত রায় বনিক অভিযোগ করেন, তাদের প্রতিষ্ঠানের ২০০ মিটার সংলগ্ন কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ি। ঘটনা জানার সাথে সাথে তারা সাহায্য চাইলেও নৌ-ফাঁড়ির পুলিশ সহযোগিতা করেনি। নৌ পুলিশ জানার সাথে সাথে নদীতে অভিযান করলে, ব্যবসায়ী শিবানন্দকে উদ্ধার কাজ সম্ভব হতে পারতো বলে ধারণা করেন তিনি।
প্রতিবেশী ব্যবসায়ীরা বলেন, এমন ঘটনা ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে। রাত ১০টায় এখানে সচারাচর লোকজন চলাচল করে। ডাকাতরা পরিকল্পিতভাবে এই ডাকাতি ও অপহরণ করেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাউফল থানার ওসি মো. কামাল হোসেন। তিনি বলেন, ঘটনা জানার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। যেহেতু তাকে অপহরণ করে নদীপথে নিয়ে যাওয়া হয়েছে, তাই আমরা নদীতে অভিযানের প্রস্তুতি নিচ্ছি।