ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে মামলার বাদীসহ দুজনকে কুপিয়ে জখম

পটুয়াখালীতে নারী নির্যাতনের মামলা তুলে না নেয়ায় রেসমা বেগম (২৭) ও বেল্লাল কাজী (৪৫) নামের দুজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে জেলার রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কোরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রেসমা বেগম বলেন– সকাল ৯টার দিকে বাড়ির সামনে গেলে কোনো কিছু বুঝে ওঠার আগেই বগি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে কয়েকজন। তারা হলেন নজরুল প্যাদা, মাহামুদ প্যাদা, নয়ন প্যাদা ও মোঃ ইউনুস। এসময় তাকে উদ্ধার করতে মামা বেল্লাল কাজী এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

তিনি আরও জানান, দুই মাস আগে মারধর করার কারণে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হামলাকারী‌দের নামে মামলা করেছিলেন রেসমা। আদালত মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানার ওসিকে এজাহারের নির্দেশ দিয়েছিলেন। থানায় মামলা এজাহার হলেও কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

কিছুদিন পর থেকেই মামলার আসামিরা ওই মামলা তুলে নিতে তাকে প্রাণনাশসহ ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ রেসমার। তিনি বলেন, পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে ওই মামলার আসামি ও তাদের ভাড়াটিয়া লোকজন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নজরুল প্যাদা বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। শুনেছি, ইউনুসের সঙ্গে তাদের ঝামেলা হয়েছে। তারা ইউনুসকে মারধর করেছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমারত হোসেন বলেন, মারামা‌রির ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত প্রক্রিয়াধীন।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পটুয়াখালীতে মামলার বাদীসহ দুজনকে কুপিয়ে জখম

আপডেট সময় ১১:০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালীতে নারী নির্যাতনের মামলা তুলে না নেয়ায় রেসমা বেগম (২৭) ও বেল্লাল কাজী (৪৫) নামের দুজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে জেলার রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কোরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রেসমা বেগম বলেন– সকাল ৯টার দিকে বাড়ির সামনে গেলে কোনো কিছু বুঝে ওঠার আগেই বগি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে কয়েকজন। তারা হলেন নজরুল প্যাদা, মাহামুদ প্যাদা, নয়ন প্যাদা ও মোঃ ইউনুস। এসময় তাকে উদ্ধার করতে মামা বেল্লাল কাজী এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

তিনি আরও জানান, দুই মাস আগে মারধর করার কারণে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হামলাকারী‌দের নামে মামলা করেছিলেন রেসমা। আদালত মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানার ওসিকে এজাহারের নির্দেশ দিয়েছিলেন। থানায় মামলা এজাহার হলেও কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

কিছুদিন পর থেকেই মামলার আসামিরা ওই মামলা তুলে নিতে তাকে প্রাণনাশসহ ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ রেসমার। তিনি বলেন, পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে ওই মামলার আসামি ও তাদের ভাড়াটিয়া লোকজন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নজরুল প্যাদা বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। শুনেছি, ইউনুসের সঙ্গে তাদের ঝামেলা হয়েছে। তারা ইউনুসকে মারধর করেছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমারত হোসেন বলেন, মারামা‌রির ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত প্রক্রিয়াধীন।