পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বেদখল হওয়া সরকারি খাস জমি উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন। রোববার (১৫ জুলাই) সকালে উপজেলার ৪টি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘদিনের প্রভাবশালী গংদের দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার কার্যক্রম পরিচালনার নেতৃত্ব দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম।
এ অভিযানে সদর ইউনিয়নের কুটুমবাড়ি এলাকায় ৩ শতাংশ, মিরুখালী ইউনিয়নের ছোটশৌলা মৌজায় ১.১৬ একর ভিপি সম্পত্তি এবং ০১ নং খাস খতিয়ানভূক্ত ০.৬৯ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়।
এ ছাড়াও তেতুলতলা এলাকায় খালের পাড়ে অবৈধভাবে নির্মিত একটি দোকান সরিয়ে ফেলা হয়। এসময় এ সব জমিসমূহ উদ্ধারপূর্বক সাইনবোর্ড দ্বারা চিহ্নিত করা হয়েছে।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম গণমাধ্যমকে জানান, মঠবাড়িয়া থানার একটি চৌকস টিম এ উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন। তিনি আরো জানান,জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।