দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৫০ জন শীতার্ত ভিক্ষুক এবং প্রতিবন্ধীরা পেল উপজেলা প্রশাসনের কম্বল ও শুকনো খাবার।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক আবদুল কাইয়ূম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা প্রশাসনের পক্ষে পৌরসভার সন্মূখে শীতার্ত ভিক্ষুক ও প্রতিবন্ধীদের হাতে এ সব কম্বল ও শুকনো খাবার তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম,পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশীদ,পৌর সভার সমাজ উন্নয়ন কর্মকর্তা বলরাম ঘোষ,পৌর সভার কর আদায়কারী মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ।