ময়মনসিংহ সদর উপজেলায় নিজ বাসার সামনে স্বপন ভদ্র (৫৫) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়ার টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ হত্যাকান্ডে জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে। মাদক নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।
ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানিয়েছেন, গৌরীপুর থেকে গ্রেপ্তার আসামির নাম সাগর।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, স্বপন ভদ্র আগে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বজন পত্রিকায় তারাকান্দা উপজেলা প্রতিনিধি ছিলেন। বর্তমানে তিনি কোনো গণমাধ্যমে কর্মরত ছিলেন না। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এলাকার বিভিন্ন ঘটনা ও বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করতেন।
নিহতের ভাইয়ের ছেলে জুয়েল কুমার ভদ্র জানান, আজ বেলা ১১টার দিকে নিজ বাসার সামনে বসে ছিলেন স্বপন ভদ্র। ওই সাগরের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করে। বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়। স্বজনদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।