ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ভূমিমন্ত্রীকে স্ত্রীর জিম্মায় দিল পুলিশ

শেরপুরে আটকের পর জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা (৮৪) ও তার স্ত্রীকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৭ মে) রাতে জামালপুর সদর থানা পুলিশ মুচলেকা গ্রহণ করে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় তাকে ছেড়ে দেয়। পরে পুলিশ তাদের বাড়িতে পৌঁছে দেয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার নামে জামালপুরে কোনো মামলা নেই। তার মানসিক অবস্থাও ভালো নয়, সে কোথায় আছে তাও স্পষ্ট করে বলতে পারছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তার স্ত্রীর অবস্থাও ভালো নয়।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা তার স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী শেরপুর জেলা সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির জন্য যান। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে চিনে ফেলে এবং আটক করে। পরে শেরপুর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। রাত ১০টার দিকে শেরপুর পুলিশ তাকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করে।

রেজাউল করিম হীরা জামালপুর সদর-৫ আসনে ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এনসিপির সালাউদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা; এনআইডি ব্লক

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সাবেক ভূমিমন্ত্রীকে স্ত্রীর জিম্মায় দিল পুলিশ

আপডেট সময় ১০:৪৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

শেরপুরে আটকের পর জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা (৮৪) ও তার স্ত্রীকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৭ মে) রাতে জামালপুর সদর থানা পুলিশ মুচলেকা গ্রহণ করে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় তাকে ছেড়ে দেয়। পরে পুলিশ তাদের বাড়িতে পৌঁছে দেয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার নামে জামালপুরে কোনো মামলা নেই। তার মানসিক অবস্থাও ভালো নয়, সে কোথায় আছে তাও স্পষ্ট করে বলতে পারছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তার স্ত্রীর অবস্থাও ভালো নয়।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা তার স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী শেরপুর জেলা সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির জন্য যান। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে চিনে ফেলে এবং আটক করে। পরে শেরপুর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। রাত ১০টার দিকে শেরপুর পুলিশ তাকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করে।

রেজাউল করিম হীরা জামালপুর সদর-৫ আসনে ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এনসিপির সালাউদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা; এনআইডি ব্লক