ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

যশোরে সাবেক কাউন্সিলরকে ‘অপহরণের’ পর হত্যা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের দিয়েছে জনতা।

শনিবার রাত ১০টার দিকে পৌর এলাকার আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান অভয়নগর থানার ওসি এমাদুল করিম।

নিহত পলাশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আটক রইচ উদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পলাশের ছোট ভাই লেলিন বলেন, “শুক্রবার দুপুরের পর বেঙ্গল টেক্সটাইল মিল এলাকা থেকে ভাইকে অপহরণ করা হয়। এরপর ভাইয়ের মোবাইল থেকে তার স্ত্রীর কাছে ফোন দিয়ে মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকা দাবি করা হয়। অন্যথায় তাকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা।

“পরে অপরিচিত দুই যুবক পরিবার থেকে টাকা নিয়ে যান। এরপরও পলাশ ফিরে না আসায় বিষয়টি পুলিশে জানানো হয়। পরে পুলিশ মোবাইল নম্বর ট্র্যাক করে নওয়াপাড়া উপকর কমিশনারের কার্যালয় এলাকায় যায়।”

তিনি বলেন, সেখানে রইস উদ্দিনকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাকে আটক করে গণপিটুনি দেন জনতা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কর অফিসের পেছনে একটি ঘরে পলাশকে রক্তাক্ত অবস্থায় যাওয়া যায়। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি এমাদুল করিম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

দুই যুগ আগে পলাশের বাবা শ্রমিক নেতা ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সরদার গুলিতে নিহত হয়েছিলেন।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

যশোরে সাবেক কাউন্সিলরকে ‘অপহরণের’ পর হত্যা

আপডেট সময় ১১:৫৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের দিয়েছে জনতা।

শনিবার রাত ১০টার দিকে পৌর এলাকার আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান অভয়নগর থানার ওসি এমাদুল করিম।

নিহত পলাশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আটক রইচ উদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পলাশের ছোট ভাই লেলিন বলেন, “শুক্রবার দুপুরের পর বেঙ্গল টেক্সটাইল মিল এলাকা থেকে ভাইকে অপহরণ করা হয়। এরপর ভাইয়ের মোবাইল থেকে তার স্ত্রীর কাছে ফোন দিয়ে মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকা দাবি করা হয়। অন্যথায় তাকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা।

“পরে অপরিচিত দুই যুবক পরিবার থেকে টাকা নিয়ে যান। এরপরও পলাশ ফিরে না আসায় বিষয়টি পুলিশে জানানো হয়। পরে পুলিশ মোবাইল নম্বর ট্র্যাক করে নওয়াপাড়া উপকর কমিশনারের কার্যালয় এলাকায় যায়।”

তিনি বলেন, সেখানে রইস উদ্দিনকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাকে আটক করে গণপিটুনি দেন জনতা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কর অফিসের পেছনে একটি ঘরে পলাশকে রক্তাক্ত অবস্থায় যাওয়া যায়। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি এমাদুল করিম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

দুই যুগ আগে পলাশের বাবা শ্রমিক নেতা ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সরদার গুলিতে নিহত হয়েছিলেন।