পঞ্চগড়ের আটোয়ারীতে অটো চার্জার বাইক চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে চোর আটক হয়েছে। শনিবার (৮মার্চ) ভোর রাতে উপজেলার রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত ধজিব উদ্দীনের ছেলে তাহিরুল ইসলামের অটোবাইকটি চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী চোরকে আটক করতে সক্ষম হয়।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় তাহিরুল তার অটো বাইকটি রাতে চার্জে দেয়। রাত প্রায় চারটার দিকে ঘুম থেকে উঠে দেখে চার্জের স্থান থেকে তার অটো বাইকটি নেই। অটো চার্জার বাইকটি চুরি হয়েছে ধারণা করে চিল্লাহল্লা করলে এলাকার লোকজন টের পেয়ে মটরসাইকেল নিয়ে অটো চার্জার বাইকের খোঁজে ছুটাছুটি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে রাধানগর ডুংডুংগী অধিকারী পাড়ার গোপালের বাড়ীর সামনের রাস্তায় এলাকাবাসীর ধাওয়া খেয়ে অটো চার্জার বাইক রেখে পালিয়ে যাওয়ার সময় দুইজন চোর পালিয়ে গেলেও রিফাত বিন সাজ্জাত (২৩) নামের একজন চোর জনতার হাতে আটক হয়েছে।
আটককৃত চোর বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার মোঃ আকতার হোসেনের ছেলে। আটককৃত চোরের দেয়া তথ্যমতে পালিয়ে যাওয়া চোরেরা হলো, উপজেলার বলরামপুর ইউনিয়নের রাণীগঞ্জ এলাকার মৃত দবির উদ্দীনের ছেলে মোঃ ফরিদুল ইসলাম ও ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার নামাজপড়া এলাকার মোঃ জুলমত এর ছেলে জাহাঙ্গীর আলম।
ধৃত চোরকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। রিফাত বিন সাজ্জাত একজন পেশাদারী চোর । অটো চার্জার বাইক চোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল।