পঞ্চগড়ের আটোয়ারীতে অর্থনৈতিক শুমারি উপলক্ষে উপজেলা শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মাঠ পর্যায়ে মূল তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে উপজেলা শুমারি সংক্রান্ত সার্বিক দিক নিয়ে অবহিত করেন পঞ্চগড় সদর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এ.এম. খায়রুল আনাম।
তিনি জানান, আটোয়ারীতে আগামী ১০ ডিসেম্বর থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। তথ্য সংগ্রহ চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। উপজেলার রাধানগর,বলরামপুর ও আলোয়াখোয়া ইউনিয়নে জোনাল অফিসার হিসেবে দায়িত্বে থাকবেন বিপুল চন্দ্র বর্মন। এর অধিনে সুপারভাইজার ৭ জন, আইটি সুপারভাইজার ১ জন ও গণনাকারী থাকবেন ৩৮ জন এবং মির্জাপুর, ধামোর ও তোড়িয়া ইউনিয়নে জোনাল অফিসারের দায়িত্বে থাকবেন মোঃ সামিরুল ইসলাম। এর অধিনে সুপারভাইজার ৬ জন, আইটি সুপারভাইজার ১ জন ও গণনাকারী থাকবেন ৩১ জন। উপজেলায় মোট ৬টি ইউনিয়নে ১৩জন সুপারভাইজার, ২ জন আইটি সুপারভাইজার ও ৬৯ জন গণনাকারী দায়িত্ব পালন করবেন। দেশের চতুর্থ এই অর্থনৈতিক শুমারি সম্পুর্ণ ডিজিটাল উপায়ে পরিচালিত হবে। এতে সারাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানা (পরিবার) এর তথ্য সংগ্রহ করা হবে।
সভায় জানানো হয়, এবারের শুমারিতে আসছে বেশকিছু নতুনত্ব। প্রথমবারের মতো গণনায় যুক্ত হবে প্রতিষ্ঠান ও বাসা-বাড়ি থেকে পরিচালিত অনলাইন ব্যবসা। এর সুবাদে ডিজিটাল অর্থনৈতিক সঠিক আকার জানা সম্ভব হবে। সভায় আরো জানানো হয়, ১০ বছর পর আবারও অর্থিৈতক শুমারি পরিচালনা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন,আটোয়ারী থানার নবাগত ভারপ্রাপ্ত ওসি মুক্তারুল আলম, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষিকেশ রায়, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ,মোহাম্মদ শাহ্, মোজাক্কারুল আলম, আবু জাহেদ, আলহাজ¦ দেলোয়ার হোসেন ,আবু তাহের দুলাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী,আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান প্রমুখ।