আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) মোঃ শাহরিয়ার নজির।
সভায় আলোচ্য বিষয় ছিল, ঈদের নামাজ নির্বিঘ্নে সম্পন্ন করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি ছিনতাই প্রতিরোধ, যানজট নিরসন এবং জরুরী সেবা কার্যক্রম নিশ্চিত করা। সভায় গৃহিত উল্লেখযোগ্য সিদ্ধান্তসমুহ হলো, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন , সরকারি অফিস , বাসভবনে আলোকসজ্জা, সরকারি হাসপাতাল, শিশু সদন, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করতে হবে। ঈদ পূর্ববর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যাত্রীদের নিরাপত্তার জন্য বোদা- আটোয়ারী সড়কে ভোর রাত থেকে গ্রাম পুলিশ নিয়োজিত রাখা, ঈদ উপলক্ষে ব্যান্ড বাজানো,পটকা ফুটানো কিংবা আঁতশবাজী সম্পুর্ণ নিষেধ, ঈদের দিন ইভটিজিং, সন্দেহজনক ঘোরাফেরা, মাদক দ্রব্যের ব্যবহার ইত্যাদি প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা , পিক আপ, অটো, সিএনজিতে ঈদের সময় আনন্দ -উল্লাসকারী, লাইসেন্স বিহীন মটরসাইকেল সহ দ্রুত গতিতে মটরসাইকেল চালকদের আটক করে আইনের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা করা।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোঃ শাহরিয়ার নজির বলেন, ঈদকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। সভায় অংশগ্রহণকারী সবাই প্রশাসনকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় পুলিশ প্রশাসনের প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার, উপজেলা মডেল মসজিদের খতিব, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিবসহ বিভিন্ন মসজিদের খতিব, বিভিন্ন ঈদগাঁহ ময়দান কমিটির সভাপতি/সেক্রেটারীসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।