পঞ্চগড়ের আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:)১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল হয়েছে। বাংলাদেশ জমইয়াত, যুব ও ছাত্র হিযবুল্লাহ ,আটোয়ারী উপজেলা শাখা ব্যানারে শনিবার (০৬ সেপ্টেম্বর) বাদ যোহর উপজেলার ফকিরগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদ চত্বর থেকে আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রায় ৪ কি:মি: গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফকিরগঞ্জ বাজারের ট্রাফিক মোড়ে শেষ হয়।
এখানে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) শুধু আনন্দের দিন নয়, বরং মানবতার মুক্তির বার্তা স্মরণ করার দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা:) আগমনের মাধ্যমে অশান্ত, অন্যায় ও অবিচারে জর্জরিত পৃথিবী শান্তির বার্তা পেয়েছিল। তাঁর দেখানো আদর্শই পারে ভ্রাতৃত্ব, দয়া ও মানবিক সমাজ গড়ে তুলতে। বক্তারা বলেন, নবীর জীবনাদর্শ আত্মস্থ করে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে প্রয়োগ করলেই প্রকৃত অর্থে ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য ফুটে উঠবে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব উম্মাহর কল্যাণ কমানা করে দোয়া পরিচালনা করেন ছারছীনা দরবার শরীফের উত্তরবঙ্গের বিশিষ্ট খাদেম আলহাজ্ব সূফি আব্দুল গনি। আনন্দ মিছিলে উপজেলার বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষক,বিভিন্ন মসজিদের ইমামসহ প্রায় ৩ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন।