মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সাড়ে ৪ হাজার টন আলু ও আড়াই হাজার টন শুকনো মরিচ সংরক্ষণের ধারণ ক্ষমতা নিয়ে এস.কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজের দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার আটোয়ারী- রুহিয়া পাকা সড়ক সংলগ্ন রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় নব নির্মিত এস.কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে চলতি বছরে আলু ও শুকনো মরিচ সংরক্ষণের জন্য দোয়া মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনের আগে কোল্ড স্টোরেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এস.কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজের এমডি আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর হান্নান শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান,মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিস ইনচার্জ মাইন উদ্দিন, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ।্ উপজেলা পর্যায়ের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার বিপুল সংখ্যক আলু চাষি ও ব্যবসায়ী সহ সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী বলেন, নির্মাণের শুরু থেকে এখন পর্যন্ত এলাকার মানুষের ব্যাপক সহযোগিতার কারণে এ মৌসুমে উদ্বোধন করা সম্ভব হলো। এই কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা আলু-মরিচ সহ ৭ হাজার টনের অধিক। এই কোল্ড স্টোরেজটি নির্মাণ হওয়ার কারণে এলাকায় আলু ও মরিচ চাষ বৃদ্ধি পাবে। প্রায় শাতাধীক লোকের কর্মসংস্থানের পাশাপাশি কৃষকদের উন্নয়ন ঘটবে। আলু ও মরিচ চাষি ও ব্যবসায়ীরা এখান থেকে সর্বাধিক সুযোগ সুবিধা পাবেন। আলোচনা শেষে আলু চাষীরা ও পাইকারেরা কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ শুরু করেন।