মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ওয়াচ এর আয়োজনে নাগরিক ফোরাম ও অন্যান্য ষ্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে দিনব্যাপি ডেমোক্রেসি ওয়াচ এর ‘ আস্থা’ প্রকল্পের হুইসেল ব্লোয়ার সম্পর্কিত সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়। ডেমোক্রেসি ওয়াচ এর সিনিয়র ফিল্ড অফিসার নাজমুল ইসলামের সঞ্চালনায় হুইসেল ব্লোয়িং ও ব্লোয়ার এর ধরন ও করনীয় সম্পর্কে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
আস্থার উদ্দেশ্য ও যুবদের করনীয় সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ওয়াচ এর জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন,মুলত ৩টি বিষয়ে হুইসেল ব্লেয়িং করা হয়। (১) দুর্নীতি (২) কর্মক্ষেত্রে বৈষম্য ও হয়রানী (৩) আইন লংঘন ও অপরাধ। এধরনের অপরাধগুলোকে প্রতিরোধ করতে যুব সমাজের অগ্রণী ভুমিকা প্রয়োজন।
আরো বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সোভা এনজিও’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মজিদ, রাধানগর ইউপি সদস্য মোঃ আনছার আলী, মির্জাপুর ইউপি মহিলা সদস্য জাহেদা বেগম,মির্জাপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান মোঃ দবিরুল ইসলাম, রাধানগর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান অনিল চন্দ্র অধিকারী প্রমুখ।
আরো পড়ুন : ঠাকুরগাঁওয়ে ‘দুদক’ এর সাথে ‘দুপ্রক’ এর মতবিনিময় সভা