দুর্নীতি দমন কমিশন-দুদক,সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর সার্বিক সহযোগিতায় পঞ্চগড়ের আটোয়ারীতে দুর্নীতি বিরোধী কর্মসূচি পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার ( ১৯ মে) সকালে উপজেলা প্রেসক্লাবে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এবং কর্মসূচি বাস্তবায়নে আমাদের করনীয় সম্পর্কে আলোচনা করেন উপজেলা দুপ্রক কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান। উপজেলা দুপ্রক ’র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরামর্শমূলক আলোচনা করেন, কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রিয়াজুল ইসলাম (রিন্টু), সদস্য মোছাঃ রুমি, আক্তার চৌধুরী, মোঃ তৈমুর রহমান, মাওঃ মোঃ মজিবর রহমান প্রমুখ।
সভায় আগামী বুধবার (২১ মে) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপি কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। কমিটির সাধারণ সম্পাদক জানান, বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করবেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। শিক্ষা দপ্তরের প্রধানগণ সহ দুপ্রক কমিটির অভিজ্ঞ সদস্যগণ বিচারকের দায়িত্বে থাকবেন। ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, বিতর্কের বিষয় ও পক্ষ – বিপক্ষ দল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্ধারণ করা হয়েছে।