ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন; আসল রহস্য কী?

পঞ্চগড়ের আটোয়ারীতে ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনাম উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবের মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার গত ২১ এপ্রিল দিবাগত রাতে উপজেলা কাল্ব অফিসে পঞ্চগড় জেলার সংবাদকর্মীদের নিয়ে উপজেলা বিএনপি’ আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ) ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

এ সময় পঞ্চগড় জেলা সংবাদকর্মীদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার। তার বক্তব্যে জানা গেছে, ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবের মনোনীত ব্যক্তিকে সভাপতি নিয়োগ না করায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বারকে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পরে গত ২২ এপ্রিল সন্ধায় আটোয়ারী প্রেসক্লাবে -ধামোর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার জনগণের ব্যানারে ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বারের নিয়োগ বাণিজ্য ,বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পৃথক পৃথকভাবে লিখিত বক্তব্য পাঠ করেন, চাকুরীর আশ্বাসে প্রতারিত হওয়া উপজেলার ধামোর ইউনিয়নের রাজাগাঁও গ্রামের মৃত: মফিজ উদ্দীনের পুুত্র মোঃ আব্দুল করিম, একই গ্রামের আঃ বারেকের পুত্র মোঃ ফজলুল করিম, ধামোরহাট গ্রামের মৃত: প্রধান মোহাম্মদের পুত্র মোঃ সাহিদুল হক, একই গ্রামের আব্দুর রহমানের পুত্র মোঃ আশিরুল ইসলাম ও ধামোর গাছবাড়ি গ্রামের মৃত: হবিবর রহমানের পুত্র মোঃ আইয়ুব আলী।

এছাড়াও ধামোর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ । সর্বশেষ গত ২৩ এপ্রিল দিবাগত রাতে আটোয়ারী উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে প্রধান শিক্ষক আব্দুল জব্বার কর্তৃক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ) ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত- ই- খুদা। নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের আমি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। এ বিদ্যালয়ের প্রতি আমার যথেষ্ট দরদ আছে। প্রতিষ্ঠানটিকে তিলে তিলে গড়ে তুলেছি। আমার বিরুদ্ধে অভিযোগসমুহ সম্পর্ণ মিথ্যা ,ভিত্তিহীন ও বানোয়াট। উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবের মনোনীত ব্যক্তি আমার বিদ্যালয়ে সভাপতি হতে না পারায় তারা আমার উপর ক্ষুদ্ধ। অফিসে ডেকে নিয়ে আমাকে লাঞ্চিত করেছে।

তিনি বলেন, সভাপতি নিয়োগ দানে আমার কোন হাত নেই। তাদের মনোনীত ব্যক্তির নামসহ তিনটি নাম বোর্ডে পাঠিয়েছিলাম। সেখান থেকে বোর্ড কর্তৃপক্ষ একটি নাম সিলেক্ট করেছেন। যার নাম সিলেক্ট করেছেন তিনি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ধামোর ইউনিয়ন বিএনপি’র সভাপতি। সকলের কাছে তার গ্রহণযোগ্যতা আছে।

অপরদিকে উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা বলেন, ২১ এপ্রিল সন্ধায় বিএনপি দলীয় কার্যালয়ে ডেকে আমাদের মনোনীত ব্যক্তিটি সভাপতি না হওয়ার কারণ ভদ্রভাবে জানতে চাওয়া হলে, প্রধান শিক্ষক আব্দুল জব্বার সন্তেষজনকভাবে জবাব না দিয়ে ক্ষিপ্ত হয়ে বলেন, সেটা আমার এখতিয়ার। ওই সময় তার ভাব ভাষা ছিল অশালীন। এমনকি কেন্দ্রিয় নেতাদের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করতেও দ্বিধাবোধ করেননি। কেন্দ্রিয় নেতাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার কারণে ওই সময় প্রধান শিক্ষককে ধমক দেওয়া হয়েছে মাত্র। প্রধান শিক্ষক আব্দুল জব্বার ছোট একটি ঘটনাকে তিলকে তাল বানিয়ে দিল। তিনি বিএনপি অফিস থেকে বের হয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আমাদের মান সম্মানে আঘাত করেছে। উপজেলা বিএনপি’র দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন করেছে।

এব্যাপারে উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য নজরুল ইসলাম দুলাল বলেন, প্রধান শিক্ষক আব্দুল জব্বার নিজেও বিএনপি সমর্থক। তিনি কারো প্ররোচনায় বা উষ্কানীতে সংবাদ সম্মেলন করেছেন। তার উচিত ছিল বিএনপি’র উর্ধ্বতন নেতাদের সাথে আলোচনা করা।

তিনি বলেন, আমরা নিজের থু থু আকাশের দিকে ছুড়ে দিচ্ছি, সেই থু থু আবার নিজের উপর পড়ছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, আটোয়ারী উপজেলা বিএনপি,র আহ্বায়ক এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ) ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই- খুদা নি:সন্দেহে প্রবিণ রাজনীতিবিদ, দক্ষ জনপ্রতিনিধি ও সর্বজনের কাছে সম্মানিত ব্যক্তি। তাদের বিরুদ্ধে কটাক্ষ, মিথ্যাচার অশোভনীয়।

বিএনপি’র অনেকেই বলছেন, উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবসহ উপজেলা বিএনপি’কে লোকসমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত একটি অশুভ চক্র কাজ করছে। এদের মুখোশ উম্মোচন করা প্রয়োজন। অনেকেই বলছেন, বিএনপি’র মধ্যে কেহ ফাটল সৃষ্টি করে দিয়ে সুবিধা নিচ্ছে কি না, আসল রহস্য খতিয়ে দেখা দরকার।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) জানান, বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত একটি অভিযোগপত্র পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আটোয়ারীতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন; আসল রহস্য কী?

আপডেট সময় ০৬:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনাম উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবের মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার গত ২১ এপ্রিল দিবাগত রাতে উপজেলা কাল্ব অফিসে পঞ্চগড় জেলার সংবাদকর্মীদের নিয়ে উপজেলা বিএনপি’ আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ) ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

এ সময় পঞ্চগড় জেলা সংবাদকর্মীদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার। তার বক্তব্যে জানা গেছে, ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবের মনোনীত ব্যক্তিকে সভাপতি নিয়োগ না করায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বারকে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পরে গত ২২ এপ্রিল সন্ধায় আটোয়ারী প্রেসক্লাবে -ধামোর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার জনগণের ব্যানারে ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বারের নিয়োগ বাণিজ্য ,বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পৃথক পৃথকভাবে লিখিত বক্তব্য পাঠ করেন, চাকুরীর আশ্বাসে প্রতারিত হওয়া উপজেলার ধামোর ইউনিয়নের রাজাগাঁও গ্রামের মৃত: মফিজ উদ্দীনের পুুত্র মোঃ আব্দুল করিম, একই গ্রামের আঃ বারেকের পুত্র মোঃ ফজলুল করিম, ধামোরহাট গ্রামের মৃত: প্রধান মোহাম্মদের পুত্র মোঃ সাহিদুল হক, একই গ্রামের আব্দুর রহমানের পুত্র মোঃ আশিরুল ইসলাম ও ধামোর গাছবাড়ি গ্রামের মৃত: হবিবর রহমানের পুত্র মোঃ আইয়ুব আলী।

এছাড়াও ধামোর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ । সর্বশেষ গত ২৩ এপ্রিল দিবাগত রাতে আটোয়ারী উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে প্রধান শিক্ষক আব্দুল জব্বার কর্তৃক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ) ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত- ই- খুদা। নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের আমি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। এ বিদ্যালয়ের প্রতি আমার যথেষ্ট দরদ আছে। প্রতিষ্ঠানটিকে তিলে তিলে গড়ে তুলেছি। আমার বিরুদ্ধে অভিযোগসমুহ সম্পর্ণ মিথ্যা ,ভিত্তিহীন ও বানোয়াট। উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবের মনোনীত ব্যক্তি আমার বিদ্যালয়ে সভাপতি হতে না পারায় তারা আমার উপর ক্ষুদ্ধ। অফিসে ডেকে নিয়ে আমাকে লাঞ্চিত করেছে।

তিনি বলেন, সভাপতি নিয়োগ দানে আমার কোন হাত নেই। তাদের মনোনীত ব্যক্তির নামসহ তিনটি নাম বোর্ডে পাঠিয়েছিলাম। সেখান থেকে বোর্ড কর্তৃপক্ষ একটি নাম সিলেক্ট করেছেন। যার নাম সিলেক্ট করেছেন তিনি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ধামোর ইউনিয়ন বিএনপি’র সভাপতি। সকলের কাছে তার গ্রহণযোগ্যতা আছে।

অপরদিকে উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা বলেন, ২১ এপ্রিল সন্ধায় বিএনপি দলীয় কার্যালয়ে ডেকে আমাদের মনোনীত ব্যক্তিটি সভাপতি না হওয়ার কারণ ভদ্রভাবে জানতে চাওয়া হলে, প্রধান শিক্ষক আব্দুল জব্বার সন্তেষজনকভাবে জবাব না দিয়ে ক্ষিপ্ত হয়ে বলেন, সেটা আমার এখতিয়ার। ওই সময় তার ভাব ভাষা ছিল অশালীন। এমনকি কেন্দ্রিয় নেতাদের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করতেও দ্বিধাবোধ করেননি। কেন্দ্রিয় নেতাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার কারণে ওই সময় প্রধান শিক্ষককে ধমক দেওয়া হয়েছে মাত্র। প্রধান শিক্ষক আব্দুল জব্বার ছোট একটি ঘটনাকে তিলকে তাল বানিয়ে দিল। তিনি বিএনপি অফিস থেকে বের হয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আমাদের মান সম্মানে আঘাত করেছে। উপজেলা বিএনপি’র দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন করেছে।

এব্যাপারে উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য নজরুল ইসলাম দুলাল বলেন, প্রধান শিক্ষক আব্দুল জব্বার নিজেও বিএনপি সমর্থক। তিনি কারো প্ররোচনায় বা উষ্কানীতে সংবাদ সম্মেলন করেছেন। তার উচিত ছিল বিএনপি’র উর্ধ্বতন নেতাদের সাথে আলোচনা করা।

তিনি বলেন, আমরা নিজের থু থু আকাশের দিকে ছুড়ে দিচ্ছি, সেই থু থু আবার নিজের উপর পড়ছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, আটোয়ারী উপজেলা বিএনপি,র আহ্বায়ক এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ) ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই- খুদা নি:সন্দেহে প্রবিণ রাজনীতিবিদ, দক্ষ জনপ্রতিনিধি ও সর্বজনের কাছে সম্মানিত ব্যক্তি। তাদের বিরুদ্ধে কটাক্ষ, মিথ্যাচার অশোভনীয়।

বিএনপি’র অনেকেই বলছেন, উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবসহ উপজেলা বিএনপি’কে লোকসমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত একটি অশুভ চক্র কাজ করছে। এদের মুখোশ উম্মোচন করা প্রয়োজন। অনেকেই বলছেন, বিএনপি’র মধ্যে কেহ ফাটল সৃষ্টি করে দিয়ে সুবিধা নিচ্ছে কি না, আসল রহস্য খতিয়ে দেখা দরকার।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) জানান, বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত একটি অভিযোগপত্র পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে।